পানছড়িতে অনুষ্ঠিত হয়েছে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের চমৎকার এক ফাইনাল।
আজ ৯ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩ টায় আইয়ুব নগর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে আইয়ুব নগর যুব সংঘ।
টুর্নামেন্টটি আয়োজন করেছিল পানছড়ি উপজেলার পাইলট ফার্ম যুব সমাজ, যেখানে স্থানীয় খেলোয়াড়রা অংশগ্রহণ করে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে আইয়ুব নগর যুব সংঘ ও কলাবাগান ফনিক্স ক্লাব। নির্ধারিত সময়ে দুই দুই গোলে খেলা সমতায় শেষ হয়। পরবর্তীতে ট্রাইবেকারে আইয়ুব নগর যুব সংঘ ৪-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল ম্যাচটি ছিল দর্শকের করতালিতে মুখরিত। খেলোয়াড়দের দক্ষতা ও উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো মাঠে উপস্থিত দর্শকদের মন জয় করে।
ফাইনাল শেষে প্রধান অতিথি পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছৈয়দ এম.এ বাশার, নির্বাহী সদস্য শাহজাহান কবির সাজু, আইয়ুব নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন ইমন, পাইলট ফার্ম যুব সমাজের সভাপতি সাইদুল আলম, এবং ক্রীড়া সংগঠক কাউছার আলম ও আবদুল করিম প্রমুখ।
এই টুর্নামেন্টটি স্থানীয় খেলাধুলার প্রতি যুবসমাজের আগ্রহ বাড়ানোর একটি অন্যতম উদাহরণ। আয়োজকদের মতে, এ ধরণের প্রতিযোগিতা যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করে।
পানছড়ি নিয়ে আরও…