khagrachari Plus
খাগড়াছড়িWednesday , ১১ সেপ্টেম্বর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

ঘরে বসে অনলাইনে আলুটিলার টিকেট কেনা চালু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
১১ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৫ PM ৩৫২ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে অনলাইন টিকেট বিক্রয় তথা ই-টিকেটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১সেপ্টেম্বর) বিকালে আলুটিলা পর্যটন কেন্দ্রে ই-টিকেটিং কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। ই-টিকেটিং উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, “এই আলুটিলা পর্যটনে প্রচুর সংখ্যক দেশী-বিদেশী পর্যটকরা আসে। আমরা প্রশাসনসহ অন্যান্য দপ্তরগুলো সমন্বয় করে কাজ করছি, যাতে এখানকার পর্যটন শিল্প আরও বেশি বিকশিত হয়। যতই পর্যটন শিল্পের বিকাশ হবে, ততই এখানকার কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এছাড়াও এখানে এসে পর্যটকরা যাতে স্বাচ্ছন্দে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারে, সেজন্য ই-টিকেটিং এর ব্যবস্থা করেছি। এতে খুব সহজে পর্যটকেরা ঘরে বসে অনলাইনে টিকেট ক্রয় করতে পারবে।”

অ্যাপস এবং কিউআর কোড ব্যবহার করে স্ক্যানিং এর মাধ্যমে এই ই-টিকেট ক্রয়ের সুবিধা রয়েছে এবং অনলাইনে বিশেষ অফার দেয়া হয়েছে। এতে স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীদের জন্য প্রতি শুক্র ও শনিবারে ২০% এবং অন্যান্য দিনে ২৫% বিশেষ ছাড়ের সুবিধা পাবে।

আলুটিলা পর্যটন কেন্দ্রে ই-টিকেট ক্রয় করতে এখানে ক্লিক করুন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মনজুর আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(লেজারত) এ. জেড এম নাহিদ হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(সাধারণ) মো. আতিকুর রহমান, প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভ্রমণ স্থান নিয়ে আরও…