ট্রাফিক ব্যবস্থাপনা, শহর পরিস্কার-পরিচ্ছন্নতার পর এবার শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে খাগড়াছড়ি মুক্তমঞ্চসহ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট।
শনিবার (১০আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরে মুক্তমঞ্চসহ আদালত সড়কের বিভিন্ন দেয়ালে রঙতুলির মাধ্যমে গ্রাফিতি অঙ্কন করা হয়।
এতে বৈষম্য বিরোধী, গঠনতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনিমার্ণের কথা তুলে ধরা হয়েছে। পৌর শাপলা চত্বরের মুক্তমঞ্চে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গ্রাফিতি অঙ্কনের এ কাজ অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।
এছাড়াও খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন ও নিরবতা পালনের মধ্য দিয়ে শেষ হয় দিবসের সকল কর্মসূচি।