khagrachari Plus
খাগড়াছড়িSunday , ১৪ জুলাই ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
১৪ জুলাই ২০২৪, ৭:১৬ PM ৩০৩ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৪জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

এ সভায় বক্তারা,জেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশেষ করে বিদ্যুৎ বিতরণ বিভাগ এবং ফায়ার সার্ভিসের সমন্বয় বৃদ্ধি করণ, খাগড়াছড়িতে আশ্রয়ন প্রকল্পে বিদ্যুৎ বিতরণ এবং রূপসেন পাড়া বিওপিতে বিদ্যুৎ সংযোগ কাজের অগ্রগতি, পৌর বাজারে মাছ মাংস গুনগত মান পরীক্ষা করণ, মাটিরাঙ্গা- তানাক্কাপাড়া সড়ক প্রশস্ত করণ, রাস্তার পাশে বৃক্ষ রোপন কর্মসূচি, সকল উপজেলায় অগ্নিকান্ড নির্বাপণে যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া জেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সভায় আইন-শৃঙ্খলা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম(পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত জেলা প্রশাসক রোজলিন শহীদ চৌধুরী, জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক ফিরোজ রাব্বানী, ব্রিগেডের জিএসও-২ (আই) মেজর জাবির সোবহান মিয়াদ, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন,জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর তালুকদার, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা,শাখা ডিজিএফআই খাগড়াছড়ি এর সহকারী পরিচালক নাজিম উদ্দিন, বিদ্যুৎ বিতরণ বিভাগ খাগড়াছড়ি এর নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার, সদর উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান এবং নির্বাহী অফিসারবৃন্দরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি নিয়ে আরও পড়ুন…

Khagrachari plus ads