khagrachari Plus
খাগড়াছড়িFriday , ২৯ নভেম্বর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টার আসামি গ্রেফতার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
২৯ নভেম্বর ২০২৪, ১০:১৯ PM ৮৯ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়িতে ধর্ষণের পর হত্যা চেষ্টা মামলার এজাহারভূক্ত আসামী গোপিনাথ ত্রিপুরা (২২)-কে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধিত ২০২০) এর ৯(১) মামলায় খাগড়াছড়ি সদর উপজেলার ৫মাইল কালাপানি পাড়ার অলদ মোহন ত্রিপুরা’র ছেলে গোপিনাথ ত্রিপুরা-কে আসামী করে মামলা করেন ভুক্তভোগী মেয়ে শিশুটি। খাগড়াছড়ি থানার এসআই(নিঃ) মোঃ মোজাম্মেল হক এর নের্তৃত্বে সংগীয় অফিসার অভিযান চালিয়ে ফোর্সসহ স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে মোবাইলে টাকা টাকা রিচার্জ করে বাসায় ফেরার সময় আগে থেকে উৎপেতে থাকা গোপিনাথ ত্রিপুরা মেয়েটিকে ভয় দেখিয়ে মুখ চেপে ধরে ৫মাইল যৌথ খামার এলাকায় একটি বাগানে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ও ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। মেয়েটির নাক দিয়ে রক্ত ঝরে পড়ে। পরে ধর্ষক গোপিনাথ ত্রিপুরা আবারও শিশুকে গলা, নাক, মুখ ও ডান পায়ের রানে উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মারিয়া নীলা-ফুলা জখম করে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। জোরপূবক ধর্ষণের পর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। ধর্ষণ শেষে মেয়েটিকে গলায় চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টায় মেয়েটি অজ্ঞান হয়ে যায়। পরে ধর্ষক(গোপিনাথ) মেয়েটি মারা গেছে মনে করে ঘটনাস্থলে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে মেয়েকে(শিশু) মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতাল খাগড়াছড়িতে ভর্তি করানো হয়। বর্তমানে মেয়েটি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান,

জেলার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও গতিশীল রাখার লক্ষ্যে মামলার আসামী গ্রেফতার, দীর্ঘদিনের বিলম্বিত পরোয়ানা তামিল, অভ্যাসগত চোর চক্রের বর্তমান অবস্থান নির্ধারণ ও তথ্য সংগ্রহ সহ বিভিন্ন প্রকার উদ্ধার অভিযানের বিষয়ে জেলার সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের নিকট জোর তাগিদ প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি থানা’র চৌকস টিম এক শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী ও ধর্ষক গোপিনাথ ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মামলার ঘটনার সহিত সরাসরি জড়িত আসামীকে দ্রুততম সময়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে অনুরূপ যে কোন অপরাধের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা পুলিশ যথাযথ আইনের প্রয়োগ ঘটিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ সদা সচেষ্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন খাগড়াছড়ি নিয়ে…

Khagrachari plus ads