২০০৯সালে ফেব্রুয়ারিতে পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডের ৫৭সেনা কর্মকর্তাসহ ৭৪জনের হত্যার বিচারের দাবিতে সুষ্ঠু তদন্ত ও নিরাপরাধ জেল বন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পূনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা বিডিআর কল্যাণ পরিষদ।
আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরস্থ মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,২০০৯সালের ২৫-২৬ফেব্রুয়ারিতে যে পিলখানা হত্যাকান্ড হয়েছে, সেটা সম্পূর্ণ একটি পরিকল্পিত হত্যাকান্ড। বক্তারা দাবি করেন, চাকরিচ্যুত হওয়া সকল নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা হোক এবং তাদের সকল সুযোগ-সুবিধা ফিরিয়ে দেওয়া হোক। একই সঙ্গে, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। তারা নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দেওয়ারও আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত সিপাহী মো. নজরুল ইসলাম খান, হাবিলদার মো. আবু তাহের, সিপাহী উচাই মারমা, হাবিলদার মো. আবুল হোসেন,সিপাহী কদম মোহন চাকমা।